Logo
Logo
×

জাতীয়

আজ রাতে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ‘সুপার ব্লাড মুন’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম

আজ রাতে বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ‘সুপার ব্লাড মুন’

ছবি : বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ‘সুপার ব্লাড মুন’

এ বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত চলবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে, যদি আকাশ মেঘমুক্ত থাকে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৯টা ২৮ মিনিটে এবং শেষ হবে ভোর ২টা ৫৫ মিনিটে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এই গ্রহণ।

এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ বলা হচ্ছে, কারণ এ সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় ৭% বড় এবং ১৫% বেশি উজ্জ্বল দেখা যাবে।

ঢাকায় গ্রহণের সময়সূচি:

পেনুম্ব্রাল গ্রহণ শুরু: রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড

আংশিক গ্রহণ শুরু: রাত ১০টা ২৭ মিনিট ০৯ সেকেন্ড

পূর্ণগ্রাস গ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড

সর্বোচ্চ গ্রহণ: রাত ১২টা ১১ মিনিট ৪৭ সেকেন্ড

পূর্ণগ্রাস গ্রহণ শেষ: রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ড

আংশিক গ্রহণ শেষ: রাত ১টা ৫৬ মিনিট ৩১ সেকেন্ড

পেনুম্ব্রাল গ্রহণ শেষ: রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ড

এই চন্দ্রগ্রহণটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

চন্দ্রগ্রহণ ঘটে যখন সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবী চাঁদের মাঝখানে চলে আসে, ফলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। গ্রহণের ধরন নির্ভর করে এই তিনটি বস্তুর মধ্যকার কৌণিক দূরত্বের ওপর।

আজকের রাত তাই মহাজাগতিক সৌন্দর্য উপভোগের এক দুর্লভ সুযোগ। প্রস্তুত থাকুন, আকাশে চোখ রাখুন!

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন