পুলিশের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আজ রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরাপদ করতে এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।
পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে ১৯টি প্রশিক্ষণ কেন্দ্রে আরও ১,২৯২ জন ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরি করা হবে, যারা মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেবেন।
দেশজুড়ে বাংলাদেশ পুলিশের ১৩০টি ছোট এবং ৪টি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে বাস্তবমুখী মহড়া, নির্বাচনকালীন ঝুঁকি মোকাবেলার কৌশল এবং নিরাপত্তা ব্যবস্থাপনা শেখানো হবে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন জানান, প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর করতে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম এবং একটি তথ্যবহুল বুকলেট প্রস্তুত করা হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর প্রস্তুতি আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।



