Logo
Logo
×

জাতীয়

আরও বাড়বে গরম

Icon

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ পিএম

আরও বাড়বে গরম

ছবি : সংগৃহীত

বৃষ্টিপাত কমে যাওয়া ও মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমের দাপট বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গত বৃহস্পতিবারের (৪ সেপ্টেম্বর) তুলনায় শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা গড়ে বেড়েছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় লক্ষ্মীপুরের রামগতিতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বান্দরবানে ২৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগের তুলনায় ঢাকায় দিন-রাত দুটোর তাপমাত্রাই বেড়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন থেকে চার দিনে দেশের বিভিন্ন বিভাগে কিছু কিছু জায়গায় (২৬-৫০ ভাগ এলাকা) এবং দু-এক জায়গায় (১-২৫ ভাগ এলাকা) বৃষ্টি হতে পারে। পরে ধাপে ধাপে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর): ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রবিবার (৭ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন