Logo
Logo
×

জাতীয়

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী পালন

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদাতবার্ষিকী পালন

যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৪তম শাহাদাতবার্ষিকী। দিনটি উপলক্ষে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তার সমাধিস্থলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

জানা গেছে, এদিন উপজেলার কাশিপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমেদ ও সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ। এরপর শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যরা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা প্রশাসন।এ সময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারো যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি। ১৯৫৯ সালের ১৪ মার্চ পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগ দেনপ্রাথমিক প্রশিক্ষণ শেষে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নেন এবং আহত হন। ১৯৭১ সালের মার্চে ছুটিতে থাকাকালীন অবস্থায় মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৮ নম্বর সেক্টরে যোগ দেন এবং যশোরের বিভিন্ন যুদ্ধে অংশ নেন।

ওই বছরের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে সহযোদ্ধাদের উদ্ধারে কভার ফায়ারিং করার সময় তিনি শহীদ হন। পরে শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের মুক্ত এলাকায় তাকে সামরিক মর্যাদায় সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য সর্বোচ্চ সামরিক সম্মানসূচক 'বীরশ্রেষ্ঠ' পদকে ভূষিত হন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন