Logo
Logo
×

জাতীয়

সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন

Icon

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম

সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) গেজেট প্রকাশ হতে পারে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন করা হয়েছে। তা গেজেটে আকারে প্রকাশ করা হবে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে। আর বাগেরহাটে কমানো হয়েছে একটি আসন। এর ফলে গাজীপুরে ৫ থেকে বেড়ে ৬ সংসদীয় আসন আর বাগেরহাটে ৪টি থেকে কমে ৩টি আসন করা হয়েছে।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে সরাইল ও আশুগঞ্জ উপজেলার সঙ্গে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন যুক্ত করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে সদর উপজেলা এবং বিজয়নগর উপজেলার ইছাপুর, চম্পকনগর, পত্তন দক্ষিণ সিংগারবিল, বিষ্ণুপুর, চর ইসলামপুর, পাহাড়পুর ও হরষপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত হয়েছে।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন ৩০০ আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করেছিল। এতে ভোটার সংখ্যার সমতা নিশ্চিত করতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি পায় এবং বাগেরহাটে আসন সংখ্যা চার থেকে তিনে কমানো হয়।

নির্বাচন কমিশন খসড়ার মাধ্যমে মোট ৩৯টি আসনের সীমানায় পরিবর্তনের প্রস্তাব দেয়। পরিবর্তন আনা আসনগুলো হলো: পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরিয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

ইসি এই খসড়ার ওপর ১০ আগস্ট পর্যন্ত আপত্তি আহ্বান করেছিল।

আগে বাগেরহাটের চারটি আসন ছিল—বাগেরহাট-১: মোল্লারহাট, ফকিরহাট, চিতালমারি; বাগেরহাট-২: সদর ও কচুয়া; বাগেরহাট-৩: রামপাল ও মোংলা; বাগেরহাট-৪: মোড়েলগঞ্জ ও সরণখোলা।

খসড়ার পর বাগেরহাট-১ আসনে কোনো পরিবর্তন হয়নি। বাগেরহাট-২ আসনে বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল, আর বাগেরহাট-৩ আসনে মোংলা, মোড়েলগঞ্জ ও সরণখোলা উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন