Logo
Logo
×

জাতীয়

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না: প্রেস সচিব

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে সংশোধনী এনে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়।

বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংশোধিত আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এ নতুন ধারা ২০ (সি) যুক্ত করা হয়েছে।

এই ধারায় বলা হয়েছে, আইসিটি আইনের সেকশন ৯ (১) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল হলে অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদ, স্থানীয় সরকার পরিষদ, মেয়র, চেয়ারম্যান, কমিশনার বা প্রশাসক পদে নির্বাচিত হওয়া কিংবা বহাল থাকার অযোগ্য হবেন।

এছাড়া, প্রজাতন্ত্রের চাকরি বা অন্য কোনো পাবলিক অফিসে নিয়োগ পাওয়ার ক্ষেত্রেও তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

এই সংশোধনীকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা হয়েছে, যা ভবিষ্যতের নির্বাচন ও প্রশাসনিক কাঠামোতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন