Logo
Logo
×

জাতীয়

বেতন-ভাতার দাবিতে কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

বেতন-ভাতার দাবিতে কুড়িলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

ছবি : সংগৃহীত

বেতন-ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়কের উভয় লেন অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ শ্রমিক। এতে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বাড্ডা-উত্তরা ও কুড়িল-রামপুরা রুটে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, শ্রমিকরা কুড়িলের ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে রেখেছেন। ফলে কুড়িল হয়ে কোনো দিকেই গাড়ি চলাচল সম্ভব হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।

যান চলাচলের বিকল্প রুট

১. খিলখেত থেকে ফ্লাইওভার ব্যবহার না করে নিচ দিয়ে মহাখালী-বনানীর দিকে যাওয়া যাবে।

২. রামপুরা থেকে আসা যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে গুলশান-১ ও গুলশান-২ হয়ে উত্তরে যেতে পারবে।

৩. রামপুরা থেকে নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়েও উত্তরে যাওয়া যাবে। বিপরীত দিক থেকেও একই রুট ব্যবহার করতে হবে।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা অবরোধ অব্যাহত রেখেছেন। এতে উত্তরা-বাড্ডা-রামপুরা রুটে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন