Logo
Logo
×

জাতীয়

শেখ হাসিনাসহ সকল সাবেক এমপি-মন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম

শেখ হাসিনাসহ সকল সাবেক এমপি-মন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল

শেখ হাসিনাসহ সকল সাবেক এমপি-মন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করা হয়েছে। বুধবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় হয়।

এতে বলা হয়, লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের পরেই সেই মতো সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতোমধ্যে অভিবাসন ও পাসপোর্ট বিভাগকে এই বিষয়ে অবগত করা হয়েছে।

বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের তরফে আরো বলা হয়েছে, কেউ যদি নতুন পাসপোর্ট পেতে চান, তবে পুরোনো পাসপোর্ট ফেরত দিতে হবে আগে।

উল্লেখ্য, কোনো দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অন্য মন্ত্রী, সাংসদরা কূটনৈতিক পাসপোর্টের সুবিধা পেয়ে থাকেন। এই পাসপোর্টের বলে ভিসা ছাড়া যেকোনো দেশে সফরে যেতে পারেন রাষ্ট্রপ্রধান তথা কূটনীতিকরা।

এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ায় এবার তিনি কীভাবে ভারত থেকে অন্য দেশে পাড়ি দেবেন?

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন