Logo
Logo
×

জাতীয়

সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম

সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক আজ

ছবি : সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের গুরুত্বপূর্ণ বৈঠক আজ সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে সড়ক অবরোধের কারণে তা স্থগিত করা হয়েছিল। এবার গত বছরের ৫ আগস্টের পর প্রথমবারের মতো সিইসির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধির সরাসরি বৈঠক হতে যাচ্ছে।

সিইসির একান্ত সচিব আশরাফুল আলম রোববার (৩১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও জানিয়েছেন, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন দুপুর ২টায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন।

এদিকে, নির্বাচন কমিশন ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোডম্যাপ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ঘিরে ২৪টি পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত।

আজকের বৈঠকে নির্বাচন কমিশনের রোডম্যাপ, অংশগ্রহণমূলক নির্বাচন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন