Logo
Logo
×

জাতীয়

তিন মাস পর খুলছে সুন্দরবন, প্রাণচাঞ্চল্যে ফিরছে বনজীবী ও পর্যটন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৩:৪১ পিএম

তিন মাস পর খুলছে সুন্দরবন, প্রাণচাঞ্চল্যে ফিরছে বনজীবী ও পর্যটন

ছবি : সংগৃহীত

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন তিন মাস বন্ধ থাকার পর আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে আবারও খুলে দেওয়া হচ্ছে বনজীবী ও পর্যটকদের জন্য। প্রতিবছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাছ, কাঁকড়া ও জলজ প্রাণির প্রজননকাল হওয়ায় বন বিভাগ এই সময়টিতে পর্যটন ও মৎস্য আহরণ বন্ধ রাখে।

স্থানীয় বনজীবীরা জানিয়েছেন, বন বন্ধ থাকায় গত তিন মাস ধরে জেলেরা চরম অর্থকষ্টে ছিলেন। শরণখোলার বনজীবী মাসুম ফরাজী বলেন, “মাছ ধরতে না পারায় সংসার চালাতে কষ্ট হয়েছে, ধারদেনা করে দিন কাটাতে হয়েছে। এখন বন খুললে কিছুটা স্বস্তি ফিরবে।”

অন্যদিকে, পর্যটকদের মধ্যে ফিরে এসেছে উৎসবের আমেজ। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টিকে সুন্দরবন ভ্রমণের উপযুক্ত মৌসুম হিসেবে ধরা হয়। খুলনা থেকে পরিচালিত ৭০টিরও বেশি ট্যুর জাহাজ ইতোমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম ডেভিড বলেন, “প্রতি বছরের মতো এবারও পর্যটকদের ব্যাপক আগ্রহ থাকবে বলে আশা করছি।”

শরণখোলা ট্যুর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির মুনসী জানান, “বন খোলার পর হরিণ, পাখি, জলজ প্রাণি ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা মুখিয়ে আছেন। ভাগ্য ভালো হলে রয়েল বেঙ্গল টাইগারও দেখা যেতে পারে।”

বাগেরহাট পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম বলেন, “১ সেপ্টেম্বর থেকে বনজীবী ও পর্যটকরা যথাযথ নিয়ম অনুসরণ করে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। জেলেদের জন্য জেলেপাস এবং পর্যটকদের জন্য পারমিটের নিয়ম আগের মতোই থাকবে। নিরাপত্তার স্বার্থে বন রক্ষীরা সর্বক্ষণ টহল দেবে।”

তিন মাস পর আবারও প্রাণচাঞ্চল্যে ফিরছে সুন্দরবন। জীবিকা ফিরে পাচ্ছেন বনজীবীরা, আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে প্রস্তুত পর্যটকেরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন