Logo
Logo
×

জাতীয়

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্যে সব শ্রেণির অংশগ্রহণ জরুরি: ইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:৩১ পিএম

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের লক্ষ্যে সব শ্রেণির অংশগ্রহণ জরুরি: ইসি

ছবি : সংগৃহীত

নির্বাচনের পরিবেশ পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের জন্য সমাজের সব শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

রোববার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশন অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে শারীরিকভাবে অক্ষম ও প্রতিবন্ধী ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে। পাশাপাশি প্রবাসী ও কারাবন্দিরাও এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

সানাউল্লাহ বলেন, “বিগত সময়ে মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই আস্থা ফিরিয়ে আনতেই কমিশন সক্রিয়ভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তাদের নির্বাচনে অংশগ্রহণে কোনো সাংবিধানিক বাধা নেই।”

এদিকে বিকেলে প্রকাশিত হবে সম্পূরক ভোটার তালিকার চূড়ান্ত সংস্করণ। খসড়া তালনা অনুযায়ী নতুন ভোটার যুক্ত হয়েছে এক লাখের কিছু বেশি। বিকেল ৩টার পর নির্বাচন কমিশনের সচিব এ বিষয়ে ব্রিফ করবেন।

এই উদ্যোগগুলোকে সামনে রেখে নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন