১২৩টি সংগঠন ১৬০৪ বার অবরোধ করেছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০১:০৮ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার অবরোধ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব অবরোধে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন দাবি-দাওয়ার জন্য নির্ধারিত মাঠ রয়েছে। কিন্তু অনেকেই সেটা ব্যবহার না করে রাস্তাঘাট দখল করে ফেলে। রাস্তার একটি অংশ অবরোধ হয়ে গেলে পুরো শহরে যানজট তৈরি হয়, ভোগান্তিও বেড়ে যায়।
তিনি আরও বলেন, সরকার চলে যাওয়ার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটি ধরে রাখতে হবে। একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে সেটি মোকাবিলা করা হবে। তাদের একটি অংশ এখনো সক্রিয় রয়েছে।
এ সময় তিনি জানান, আগামী ৭ সেপ্টেম্বর আইন-শৃঙ্খলা বাহিনীর নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ শুরু হবে। ওইদিন বিষয়টি বড় পরিসরে প্রচার করা হবে এবং গণমাধ্যম কর্মীদেরও আমন্ত্রণ জানানো হবে।



