ছবি : সংগৃহীত
বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ‘প্রায়োরিটি ভিসা’ বা অগ্রাধিকার ভিত্তিক ভিসা সেবা চালু করেছে ব্রিটিশ হাইকমিশন। এই সেবার আওতায় আবেদনকারীরা মাত্র ৫ কর্মদিবসের মধ্যেই ভিসা সংক্রান্ত সিদ্ধান্ত জানতে পারবেন।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করে জানায়, সাধারণত ভিসা আবেদনের প্রক্রিয়ায় সময় বেশি লাগে, তবে এই বিশেষ সেবার মাধ্যমে আবেদনকারীরা দ্রুত সিদ্ধান্ত পেতে পারবেন।
তবে এই সুবিধা নিতে হলে ভিসা আবেদন ফি ছাড়াও অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে।
এই পদক্ষেপ যুক্তরাজ্যে ভ্রমণ, শিক্ষা বা ব্যবসায়িক উদ্দেশ্যে যাওয়া বাংলাদেশিদের জন্য সময় সাশ্রয়ী ও কার্যকর সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।



