আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় স্পষ্ট করলেন প্রেস সচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৪:১৯ পিএম
ছবি- সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর যমুনা বাসভবনের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “স্ট্রংলি বলছি, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। কোনো শক্তিই এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না।”
তিনি আরও যোগ করেন, “নির্বাচন ঠিক ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে। কেউ এটিকে থামাতে পারবে না।”
প্রধান উপদেষ্টা পূর্বেও ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা বলে আসছেন, এবং প্রেস সচিবের বক্তব্যে সেই অবস্থান আরও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত হলো।
নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে, আর এই ঘোষণায় স্পষ্ট হলো সরকারের নির্ধারিত সময়সীমা নিয়ে দৃঢ়তা।



