ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হরে না : প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০২:২৯ পিএম
প্রেস সচিব শফিকুল আলম
দেশে কোনো ইস্যু তৈরি করে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে সরকার কঠোরভাবে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মসজিদ নির্মাণের উদ্যোগের খবরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ দেখা দিলে সরকার জানায়, হিন্দুদের পবিত্র তীর্থস্থানে এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
বিষয়টি নিয়ে বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত বৈঠক শেষে শফিকুল আলম বলেন, চন্দ্রনাথ আমাদের হিন্দু ধর্মীয় ভাই-বোনদের অন্যতম পবিত্র স্থান। সেখানে চার শতাধিক মন্দির রয়েছে। কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না। চট্টগ্রামের ডিসি, পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চন্দ্রনাথ পাহাড়ের মন্দিরে যাতায়াতের জন্য শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।
এ বৈঠকে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন-নূর জামে মসজিদ এবং খিলক্ষেত সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের জন্য রেলওয়ের জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার এবং ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
রেলের জমি হস্তান্তর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, রেলের আইনে ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দের বিধান না থাকলেও প্রয়োজনীয় আইন সংশোধন করে এবার স্থায়ীভাবে মন্দির ও মসজিদের জন্য জমি দেওয়া হয়েছে।



