জাতীয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে সমাধিতে শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম
ছবি : সংগৃহীত
প্রেম, দ্রোহ, সাম্য ও মানবতার কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদ ও সাধারণ মানুষ। কবির সাহিত্য, গান ও প্রবন্ধে যে মানবিক মূল্যবোধ ও সাম্যের বাণী নিহিত, তা জাতীয় জীবনে ধারণের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
বুধবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। শুরুতে সংস্কৃতি মন্ত্রণালয় ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান ফুল অর্পণ করে কবির কবর জিয়ারত করে।
এরপর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নজরুল আমাদের প্রেরণার চিরন্তন উৎস। তার অমর সৃষ্টি বেঁচে থাকা পর্যন্ত এদেশের মানুষ মাথা নত করবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শ্রদ্ধা নিবেদন শেষে বলেন, নজরুল সারাজীবন সাম্য ও বৈষম্যবিরোধী চেতনায় অনুপ্রাণিত ছিলেন। সেই চেতনা ধারণ করেই ছাত্র-জনতা ‘চব্বিশের গণ-অভ্যুত্থান’ ঘটিয়েছে। আজও নজরুল আমাদের জাতীয় জীবনে আরও বেশি প্রাসঙ্গিক।
এ ছাড়া সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরাম-জাসাস, জাতীয়তাবাদী লেখক ফোরাম, নজরুল একাডেমি, নজরুল সংগীত শিল্পী সংস্থা এবং নজরুলপ্রেমী লেখক-কবিরা সমাধিতে শ্রদ্ধা জানান।



