শাহজালালে ফয়েলে মোড়ানো ১৩০ কোটি টাকার কোকেন জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮ কেজি ৬৬০ গ্রাম কোকেনসহ এক বিদেশি নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা কোকেনের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৫ আগস্ট) রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের ফ্লাইট (কিউআর ৬৩৮) থেকে ক্যারেন পেটুলা স্টাফল নামে গায়ানার এক নারী যাত্রীকে আটক করা হয়। তার লাগেজে থাকা তিনটি প্লাস্টিকের জারের ভেতরে ২২টি ডিম্বাকৃতির ফয়েলে মোড়ানো কোকেন পাওয়া যায়।
শাহজালাল বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সার্কেলের উপ-পরিচালক সোনিয়া আক্তার জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। উড়োজাহাজটি ৬ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হলে ওই যাত্রীর আসন নম্বর ৩০ থেকে তাকে চিহ্নিত করা হয়। পরে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর তার ব্যাগেজ স্ক্যান করে কোকেন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এয়ারপোর্ট ইউনিট প্রাথমিক পরীক্ষায় কোকেনের সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও শুল্ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।



