Logo
Logo
×

জাতীয়

সব জেলায় লিগ্যাল এইড অফিস হবে : আইন উপদেষ্টা

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ১১:০০ পিএম

সব জেলায় লিগ্যাল এইড অফিস হবে : আইন উপদেষ্টা

ছবি-সংগৃহীত

আর্থিকভাবে অসচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা দিতে সব জেলায় লিগ্যাল এইড অফিস করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন,‘প্রত্যেক জেলায় লিগ্যাল এইড অফিস করে দেয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে প্রত্যেক জেলায় লিগ্যাল এইডের জন্য একটা করে অফিস দিব। জায়গা না পেলে ন্যায়কুঞ্জে হলেও করব।’

সোমবার ( ২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘এনডিআর জাতীয় সম্মেলন: নতুন আইন বাস্তবায়নে জেলা আইনি সহায়তা কমিটির (ডিএলএসিএস) ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘সারাজীবন শুনে আসছি মামলা শুধু দীর্ঘসূত্রিতা হয়। আমাদের একটা ডিজিটালাইজেশন প্রজেক্ট আছে, যার বাজেট ২০০ থেকে ৩০০ কোটি টাকা। আমার মনে হয় বিচারব্যবস্থার জন্য কয়েক হাজার কোটি টাকা লাগবে। কিন্তু লিগ্যাল এইডকে কার্যকর করতে পারলে অল্প খরচে অনেক মানুষকে আইনি সহায়তা দেয়া যেতে পারে।’

এ সময় তিনি আরো বলেন, ‘২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দুই লাখ মামলা লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি করতে চাই। আমি জেলা পর্যায়ের বিচারকদের বলব, লিগ্যাল এইডের মাধ্যমে গ্রামীণ অঞ্চলের অসচ্ছল ও দরিদ্র মানুষদের সহায়তা দেবেন।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, ‘রাষ্ট্রের একটি সম্পূর্ণ কার্যকর সাংবিধানিক অঙ্গ হিসেবে আইন সহায়তা দেয়া আমাদের অব্যাহত রাখতে হবে। একটি সঠিক বিচারব্যবস্থা তৈরি করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন,‘বিচারব্যবস্থাকে অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। দেশের বিচারব্যবস্থাকে শক্তিশালী করার প্রয়োজনীয়তা আছে। বাংলাদেশের মেরুদণ্ডকে সোজা করে দাঁড় করাতে হলে বিচার বিভাগের স্বাধীনতা,অর্থনৈতিক স্বাধীনতা ও দৈন্যতা কাটাতে আপনাদের (উপদেষ্টা) এগিয়ে আসতে হবে। এছাড়া বিচার বিভাগের জন্য একটি পৃথক সচিবালয় করতে পারলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আগামীতে বছরে ১০ শতাংশ মামলাও যেন লিগ্যাল এইডে সম্পন্ন করা যায়, সেজন্য আইন উপদেষ্টাকে অধ্যাদেশ জারির আহ্বান জানাচ্ছি।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন