Logo
Logo
×

জাতীয়

ঢাকায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক, সই হতে পারে একাধিক চুক্তি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১১:০৭ এএম

ঢাকায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক, সই হতে পারে একাধিক চুক্তি

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ‌্যমতে, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা।

সূত্র জানায়, বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি এবং দুই দেশের জনগণের চলাচল সহজীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি, বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে চুক্তি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা।

পররাষ্ট্র বিশ্লেষকরা বলছেন, বৈঠকে ঢাকা সম্পর্ক স্বাভাবিককরণে জোর দিতে পারে, অন্যদিকে ইসলামাবাদ সম্পর্ক ঘনিষ্ঠ করার বার্তা দিতে পারে।

রবিবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে ইসহাক দারের।

দুই দিনের সফরে শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এক যুগ পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম ঢাকা সফর। সফরের প্রথম দিনেই বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ এপ্রিল দারের ঢাকা সফরের কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্ত উত্তেজনার কারণে সেটি স্থগিত করে ইসলামাবাদ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন