Logo
Logo
×

জাতীয়

হাসপাতাল ব্যবস্থায় দুর্নীতি রোধে সবার সহযোগিতা জরুরি

Icon

রংপুর প্রতিনিধি :

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম

হাসপাতাল ব্যবস্থায় দুর্নীতি রোধে সবার সহযোগিতা জরুরি

ছবি-সংগৃহীত

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কোনোদিন হাসপাতাল পরিচালিত হয়নি। দুর্নীতি অন্তর্বর্তী সরকারের আগেও ছিল, তাই কেবল সরকার একা কিছু করতে পারবে না। জনগণ, রাজনৈতিক নেতা ও হাসপাতাল কর্তৃপক্ষসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নূরজাহান বেগম জানান, সরকারি ক্রয় কার্যক্রমে ই-জিপি পদ্ধতির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হবে। আগামী মাস থেকেই শতভাগ ই-জিপি টেন্ডার চালু করা হবে, যাতে অনিয়ম ও জটিলতা কমে আসে।

তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ৬০০ থেকে ১ হাজারে উন্নীত করা হলেও জনবল বাড়ানো হয়নি। বর্তমানে এখানে দুই হাজারের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন, ফলে চিকিৎসকদের বাড়তি চাপ নিতে হচ্ছে। করোনাকালে অনেক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট প্রাণ হারালেও তারা দায়িত্ব পালন করেছেন।

নূরজাহান বেগম জানান, স্বাস্থ্য খাতে অতীতে নিয়োগ ও পোস্টিং নিয়ে বাণিজ্য হয়েছে। বর্তমানে প্রায় ১০ হাজার নার্সের ঘাটতি থাকলেও এবার প্রথমবারের মতো ৩ হাজার ৫০০ নার্স স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে। মেধা ও অঞ্চলভিত্তিক পদায়নের মাধ্যমে দুর্নীতি কমানোর চেষ্টা চলছে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন