হাসপাতাল ব্যবস্থায় দুর্নীতি রোধে সবার সহযোগিতা জরুরি
রংপুর প্রতিনিধি :
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১০:৪৬ পিএম
ছবি-সংগৃহীত
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে সিন্ডিকেট ছাড়া কোনোদিন হাসপাতাল পরিচালিত হয়নি। দুর্নীতি অন্তর্বর্তী সরকারের আগেও ছিল, তাই কেবল সরকার একা কিছু করতে পারবে না। জনগণ, রাজনৈতিক নেতা ও হাসপাতাল কর্তৃপক্ষসহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নূরজাহান বেগম জানান, সরকারি ক্রয় কার্যক্রমে ই-জিপি পদ্ধতির মাধ্যমে টেন্ডার আহ্বান করা হবে। আগামী মাস থেকেই শতভাগ ই-জিপি টেন্ডার চালু করা হবে, যাতে অনিয়ম ও জটিলতা কমে আসে।
তিনি বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা ৬০০ থেকে ১ হাজারে উন্নীত করা হলেও জনবল বাড়ানো হয়নি। বর্তমানে এখানে দুই হাজারের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন, ফলে চিকিৎসকদের বাড়তি চাপ নিতে হচ্ছে। করোনাকালে অনেক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্ট প্রাণ হারালেও তারা দায়িত্ব পালন করেছেন।
নূরজাহান বেগম জানান, স্বাস্থ্য খাতে অতীতে নিয়োগ ও পোস্টিং নিয়ে বাণিজ্য হয়েছে। বর্তমানে প্রায় ১০ হাজার নার্সের ঘাটতি থাকলেও এবার প্রথমবারের মতো ৩ হাজার ৫০০ নার্স স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে। মেধা ও অঞ্চলভিত্তিক পদায়নের মাধ্যমে দুর্নীতি কমানোর চেষ্টা চলছে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



