নির্বাচন বানচালে ষড়যন্ত্র হলে শক্ত হাতে প্রতিহত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০২:৩৪ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র সরকার শক্ত হাতে দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের হিমাগার কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে, সরকার শক্ত হাতে তাদের প্রতিহত করবে। নির্বাচনের সময় অবৈধ অস্ত্র উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জনগণ এখন নির্বাচনের প্রতি অনেক বেশি সচেতন। তাই কোনো ষড়যন্ত্র কার্যকর হবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাংলাদেশের সীমান্ত সবসময় সুরক্ষিত জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের মানুষ এখন সচেতন। তারা কোনোভাবেই পরিস্থিতি এদিক-সেদিক হতে দেবে না।



