অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করল নির্বাচন কমিশন, এআই অপব্যবহার নিয়ে সতর্ক করলেন সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:২৩ এএম
সিইসি এ এম এম নাসির উদ্দিন
অফিসিয়াল ইউটিউব চ্যানেল চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ বিষয়ে কমিশনের জনসংযোগ শাখা আনুষ্ঠানিকভাবে জানায়। চ্যানেলের উদ্বোধন উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দেশবাসীর উদ্দেশে একটি ভিডিও বার্তা দেন।
বার্তায় সিইসি বলেন, ইউটিউব চ্যানেলের মাধ্যমে নির্বাচন ও সংশ্লিষ্ট সব তথ্য নির্ভরযোগ্য, সহজ ও বিস্তারিতভাবে জনগণের কাছে উপস্থাপন করা হবে। এখানে থাকবে ভোটার নিবন্ধন, প্রার্থীদের করণীয়, গুরুত্বপূর্ণ নির্দেশনা, নির্বাচনী সময়সূচি, ভোটারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত তথ্য। নারী, যুব, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সঙ্গে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা এবং স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আমাদের তথ্য সুন্দর ও বিস্তারিতভাবে জনগণের কাছে পৌঁছাক, যেন মানুষের আস্থা আরও দৃঢ় হয়।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি সতর্ক করেন, মিথ্যা ভিডিও, বানোয়াট তথ্য ও অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। আমার অনুরোধ—কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে অবশ্যই যাচাই করবেন।
তিনি সবাইকে অপতথ্যের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই মিলে অপতথ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। সঠিক তথ্য জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ফেসবুক পেজ অনুসরণ করুন।



