Logo
Logo
×

জাতীয়

নিউমার্কেটে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০১:৪৮ পিএম

নিউমার্কেটে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ

ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এতে অন্তত দুই শিক্ষার্থী আহত হয়েছেন। সংঘর্ষের কারণে নিউমার্কেট, সাইন্সল্যাব ও আশপাশের সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কথাকাটাকাটি থেকে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে অন্তত দুজন শিক্ষার্থী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে উভয় কলেজের আরও শিক্ষার্থী ঘটনাস্থলে এসে বিক্ষোভে যোগ দেন। সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আগে হামলা চালিয়েছে। তারা জানায়, আহত দুইজনই তাদের সহপাঠী। এ ঘটনার প্রতিবাদে তারা নিউমার্কেট ও সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে নিউমার্কেট, ধানমন্ডি, মিরপুর রোডসহ আশপাশের এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়। বিকল্প সড়কেও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিউমার্কেট ও সাইন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বেলা গড়ালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সংঘর্ষের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীরা হাতে ইটপাটকেল নিয়ে সড়কে অবস্থান করছে, পুলিশ টহল দিচ্ছে এবং যান চলাচল বন্ধ হয়ে আছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন