ছবি : সংগৃহীত
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১,৭২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে ১,১৭৭ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৫০ জনকে আটক করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্রও উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি বার্মিজ চাকু, একটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি কিরিচ, একটি রামদা এবং একটি কার্তুজ।
পুলিশ সদর দফতর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



