প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মঙ্গলবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কার্যালয়ে আয়োজিত এ সাক্ষাতে তারা পরস্পর কুশল বিনিময়ের পাশাপাশি বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তিতে তাকে অভিনন্দন জানান এবং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে তার গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন—বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা, স্বচ্ছতা আনতে ১২ দফা নির্দেশনা, মামলায় বিবাদী পক্ষকে আইনি সহায়তায় ক্যাপাসিটি টেস্ট চালু, সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে বিচারক নিয়োগ আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট হেল্পলাইন চালু এবং অধস্তন আদালতের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম।
সারাহ কুক আশা প্রকাশ করেন, প্রধান বিচারপতির নেতৃত্বে দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ আরও কার্যকর ভূমিকা রাখবে। তিনি বাংলাদেশে একটি শক্তিশালী ও স্বাধীন বিচার বিভাগ গঠনে যুক্তরাজ্যের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান বিচারপতি সাক্ষাৎকালে বিচার বিভাগের উন্নয়নে বিগত এক বছরে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।



