২১০০ কোটি টাকা দেনা রেখে রেকর্ড মুনাফার ঘোষণা বিমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১১:৫৭ এএম
ফাইল ফটো
দেশের একমাত্র জেট ফুয়েল সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েলের কাছে দুই হাজার ১০০ কোটি টাকার বেশি বকেয়া রেখে রেকর্ড মুনাফার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থা বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৯৩৭ কোটি টাকার অনিরীক্ষিত মুনাফা অর্জনের কথা জানিয়েছে, যা প্রতিষ্ঠার ৫৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানানো হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, এর আগে সর্বোচ্চ মুনাফা হয়েছিল ২০২১-২২ অর্থবছরে, যার পরিমাণ ছিল ৪৪০ কোটি টাকা।
তবে পদ্মা অয়েল ও বিপিসির কর্মকর্তারা বিমানের এই ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছেন। বিপিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জুন পর্যন্ত জেট ফুয়েল বাবদ বিমানের কাছে তাদের পাওনা প্রায় ২১০০ কোটি টাকা। জুলাইয়ে আংশিক পরিশোধের পরও বকেয়ার পরিমাণ এখনো ২০০০ কোটি টাকার বেশি। দেনা পরিশোধ না করেই বিমান মুনাফার ঘোষণা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিমানের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে সংস্থাটি ৩ দশমিক ৪ মিলিয়ন যাত্রী ও ৪৩ হাজার ৯১৮ টন কার্গো পরিবহন করেছে। কেবিন ফ্যাক্টর বেড়ে দাঁড়িয়েছে ৮২ শতাংশে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ডও গড়েছে বিমান।
সংস্থাটি আরও জানিয়েছে, দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা ও বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রীদের আস্থা ও সন্তুষ্টি বাড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে মেনে চলায় বিমানের সেফটি রেকর্ড প্রশংসনীয় পর্যায়ে রয়েছে।



