Logo
Logo
×

জাতীয়

প্রশাসনিক পদে বড় রদবদল করলো সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৯ এএম

প্রশাসনিক পদে বড় রদবদল করলো সরকার

ছবি : সংগৃহীত

সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে বড় ধরনের রদবদল করেছে। কারিগরি শিক্ষা অধিদফতর ও মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে নতুন নিয়োগসহ একাধিক অতিরিক্ত সচিবের দপ্তর পরিবর্তন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক। সোমবার (১৮ আগস্ট) বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান বিদ্যুৎ পরিদর্শক আবুল খায়ের মো. আক্কাস আলীকে কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তার চাকরি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. হাবিবুর রহমানকে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও একই বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শোয়াইব আহমাদ খানকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসা মো. আব্দুল মান্নানকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আমেনা বেগমকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ ও বদলির পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন