Logo
Logo
×

জাতীয়

রোহিঙ্গা সংকট নিয়ে চার আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০২:৩৫ পিএম

রোহিঙ্গা সংকট নিয়ে চার আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন

ছবি : সংগৃহীত

রোহিঙ্গা সংকট মোকাবিলায় আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত চারটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে জাতিসংঘ, কাতার ও বাংলাদেশ। এসব সম্মেলন সম্পর্কে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (১৭ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এ ব্রিফিং দেন।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, সিঙ্গাপুর, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, কাতার, সৌদি আরবসহ ৫০টিরও বেশি দেশের কূটনীতিকরা অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রথম সম্মেলনটি অনুষ্ঠিত হবে ২৫ আগস্ট কক্সবাজারে, শিরোনাম—‘অংশীজন সংলাপ : রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’। ওই দিন রোহিঙ্গা ঢলের আট বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে যোগ দিতে পারেন।

পরবর্তী সম্মেলন হবে ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে। এরপর ৬ ডিসেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

এই সম্মেলনগুলোতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক দূত, জাতিসংঘের সংস্থা এবং বিদেশে বাংলাদেশ মিশনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন