স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক রোবেদ আমিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০৭:০৩ পিএম
অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত নতুন মহাপরিচালক হলেন অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ছিলেন।
রবিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২০২০ সালের ১৬ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগদান করেন অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। এরপর ২০২৩ সালের ১০ জানুয়ারি তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এবার তার স্থলাভিষিক্ত হলেন রোবেদ আমিন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ ১২ আগস্ট আটটি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্তও আছে। এ জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। এর মধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে, সেগুলো এরই মধ্যে বাতিল হতে শুরু হয়েছে।