Logo
Logo
×

জাতীয়

সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পিএম

সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে বুধবার (১৩ আগস্ট) দেশের সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

তলব করা সাবেক গভর্নররা হলেন—ড. আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। গত সাড়ে ১৫ বছরে এই তিনজন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে দায়িত্ব পালন করেছেন। তাদের মেয়াদে ব্যাংক খাতে একাধিক দুর্নীতি, ঋণ কেলেঙ্কারি ও রিজার্ভ চুরির ঘটনা ঘটেছে।

ড. আতিউর রহমানের সময়ে সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের জালিয়াতি এবং ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে। রিজার্ভ চুরির পর তিনি পদত্যাগ করেন।

ফজলে কবিরের আমলে ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের দখল, ঋণখেলাপি গোপন রাখা এবং ৯ শতাংশ সুদে ঋণ নীতির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ ওঠে।

আব্দুর রউফ তালুকদারের সময়ে ঋণখেলাপিদের ছাড়, বেনামে ঋণ বিতরণ এবং এস আলম গ্রুপকে কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকা ঋণের নামে দেওয়ার অভিযোগ রয়েছে।

তলব করা ছয় সাবেক ডেপুটি গভর্নর হলেন—সিতাংশু কুমার সুর চৌধুরী, মাসুদ বিশ্বাস, এস এম মনিরুজ্জামান, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, কাজী ছাইদুর রহমান এবং আবু ফরাহ মোহাম্মদ নাছের। এদের মধ্যে এস কে সুর চৌধুরী ও মাসুদ বিশ্বাস বর্তমানে জেলহাজতে রয়েছেন। অন্যদের বিরুদ্ধেও ব্যাংক খাত বিপর্যয়ের অভিযোগ রয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, তলব করা ব্যাংক হিসাবগুলোতে অর্থ পাচার, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন এবং ঋণ কেলেঙ্কারির প্রমাণ অনুসন্ধান করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন