প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল ইউকেএম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৩৩ এএম
ছবি- সংগৃহীত
সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম)।
কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির-এর হাত থেকে ডিগ্রির সনদ গ্রহণ করেন ড. ইউনূস। অনুষ্ঠানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, শিক্ষক-শিক্ষার্থী ও বাংলাদেশ থেকে আগত সফরসঙ্গীরা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক উদ্যোক্তা হিসেবে বিশ্বজুড়ে ড. ইউনূসের অবদান অনস্বীকার্য। তার প্রতিষ্ঠিত ‘গ্রামীণ ব্যাংক’ মডেল এবং ‘সোশ্যাল বিজনেস’ ধারণা দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ডিগ্রি গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে একটি স্মারক বক্তৃতা প্রদান করেন, যেখানে তিনি সামাজিক ব্যবসার ভবিষ্যৎ, তরুণদের ভূমিকা এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায়বিচার নিয়ে আলোচনা করেন।
এই সম্মাননা মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন মাত্রা যোগ করেছে। সফরের অংশ হিসেবে ড. ইউনূস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আরএস/



