Logo
Logo
×

জাতীয়

করদাতাদের ভয় নয়, সচেতন করতে চায় এনবিআর: চেয়ারম্যান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৭:৪৪ পিএম

করদাতাদের ভয় নয়, সচেতন করতে চায় এনবিআর: চেয়ারম্যান

ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের ভয় দেখাতে নয়, বরং সচেতন করতে চায় বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। শূন্য রিটার্ন দেওয়া নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এতে করদাতারা ভবিষ্যতে বিপদের মুখে পড়তে পারেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, অর্থ সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শূন্য রিটার্ন দিলে পাঁচ বছরের দণ্ডের বিধান নিয়ে প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, “আমরা কোনো নতুন আইন করিনি, শুধু সচেতনতা তৈরি করছি। বিভিন্ন জায়গায়, এমনকি সোশ্যাল মিডিয়ায় শেখানো হচ্ছে কীভাবে শূন্য রিটার্ন দেওয়া যায়। এটা বিপজ্জনক। অডিটে পড়লে করদাতা মিথ্যা তথ্যের জবাব দিতে পারবেন না।”

তিনি আরও বলেন, “অসত্য তথ্য দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। আমরা করদাতাদের সুবিধার্থে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা আরও সহজ ও যুগোপযোগী করছি। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার মানুষ অনলাইনে রিটার্ন দিচ্ছেন। এটি ভয়ভীতির বিষয় নয়, বরং সচেতনতা তৈরির অংশ।”

এনবিআরে আন্দোলনের পর সাধারণ ক্ষমা ও গণহারে ছাঁটাই নিয়ে প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, “গণহারে চাকরিচ্যুতির কোনো ঘটনা ঘটেনি। যেসব কর্মকর্তা সীমালঙ্ঘন করেছেন, তাদের শোকজ করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সহকর্মীর আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মতো ঘটনায় সীমিত পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারও চায় না রাজস্ব বিভাগের দক্ষ জনবল হারাতে।”

তিনি বলেন, “আমাদের রাজস্ব বিভাগকে মোটিভেট করেই এগোতে হবে। সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন এবং রিসোর্স ধরে রাখার পক্ষেই অবস্থান নিয়েছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন