শ্রম অভিবাসন শক্তিশালী করতে টাস্কফোর্স গঠন
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৫:০০ পিএম
শ্রম অভিবাসন ব্যবস্থাপনাকে আরো শক্তিশালী করতে একটি টাস্কফোর্স গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এ টাস্কফোর্সে সদস্য হিসেবে রয়েছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আশরাফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সাবেক ইকোনমিক মিনিস্টার ড. মোহাম্মদ আবুল হাসান, আইওএমের সাবেক কান্ট্রি হেড আসিফ মুনীর, মাইগ্রেশন পলিসি বিশেষজ্ঞ রাহনুমা সালাম খান, বিডিজবসের সিইও ফাহিম মাশরুর, ওকুপের চেয়ারপারসন শাকিরুল ইসলাম, বায়রার সাবেক সহসভাপতি নোমান চৌধুরী ও পলিসি অ্যাডভাইজার জিয়া হাসান।
এ টাস্কফোর্সের কার্যপরিধির মধ্যে রয়েছে বিভিন্ন সংস্কার কমিশন ও কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে কার্যকর সময়াবদ্ধ কৌশল ও সুপারিশ তৈরি, শ্রমবাজারের তথ্য ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার ভিত্তিতে কার্যক্রম প্রস্তাব করা হয়েছে। এ ছাড়াও বিদ্যমান সমঝোতা স্মারক ও চুক্তিপত্র পর্যালোচনা করে নতুন সময়াবদ্ধ ও আলোচনার পথসম্পন্ন দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক ও শ্রমচুক্তি করার জন্য অগ্রাধিকারভিত্তিক কৌশল প্রস্তাবসহ ইতোপূর্বে চিহ্নিত ও স্বীকৃত কর্মসূচিগুলোর অগ্রাধিকার নির্ধারণ ও তার বাস্তবায়ন কৌশল নিরূপণ প্রভৃতি।
উল্লেখ্য,গত ৭ আগস্ট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রোজালিন শহীদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।



