Logo
Logo
×

জাতীয়

প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পিএম

প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের

ছবি : সংগৃহীত

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সোমবার (১১ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ এ দাবি জানান।

তিনি বলেন, “প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে, কিন্তু আজও তার কার্যকরের তারিখ ঘোষণা হয়নি। এটি শুধু বিলম্ব নয়, ন্যায়বিচারের অবমাননা, শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন।”

সরকারের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলে সাইফুল্লাহ বলেন, “প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে বিলম্ব কি এ বার্তা দিচ্ছে যে, রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে অপরাধীরা বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলে আঘাত করছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে জানাচ্ছি—এই বিলম্ব আর চলবে না। সরকারের কাছে আমাদের চূড়ান্ত দাবি, প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

সাইফুল্লাহ খাঁন বলেন, “ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয়, তার বাস্তবায়নের মাধ্যমেই প্রমাণিত হয়। বাস্তবায়ন না হলে তা জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।”

সংবাদ সম্মেলনে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন