ছবি-সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন আজ (সোমবার)।
দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুপুরে রওনা হবেন তিনি। এ সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে সই হবে পাঁচ সমঝোতা স্মারক ও তিনটি এক্সচেঞ্জ নোট। একই সঙ্গে অগ্রাধিকার পাবে অভিবাসন ও বিনিয়োগ।
রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আসিফ রহমানসহ অন্যরা।



