Logo
Logo
×

জাতীয়

বাধ্যতামূলক অবসরে স্বাস্থ্য অধিদপ্তরের দুই শীর্ষ কর্মকর্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১০:৩০ পিএম

বাধ্যতামূলক অবসরে স্বাস্থ্য অধিদপ্তরের দুই শীর্ষ কর্মকর্তা

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালনকারী স্বাস্থ্য অধিদপ্তরের দুই শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন অধ্যাপক ডা. শামিউল ইসলাম এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সার্জারি বিভাগের প্রধান ও স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান।

রোববার (১০ আগস্ট) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. শামিউল ইসলামের অবসরের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

এর আগে ৬ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. মো. কামরুল হাসানকে একই ধারায় বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।

অধ্যাপক ডা. শামিউল ইসলাম দীর্ঘ কর্মজীবনে স্বাস্থ্যসেবা ও শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের প্রকল্প পরিচালক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালকসহ একাধিক পদে দায়িত্বে ছিলেন।

অন্যদিকে অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব পদেও রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন