Logo
Logo
×

জাতীয়

আওয়ামী লীগের সব ধরণের কাজে নজরদারি চলছে

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:৪১ পিএম

আওয়ামী লীগের সব ধরণের কাজে নজরদারি চলছে

ছবি-সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম দেশে নিষিদ্ধ হলেও, তাদের সব ধরণের কাজে নজরদারি চলছে।

আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সব ধরণের কাজে নজরদারি চলছে। তারা যদি দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করে, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি, নজর রাখা হচ্ছে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর কলকাতায় পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা এ পার্টি অফিসে নিয়মিত যাতায়াত করছেন। সেখানে তারা দলীয় বিভিন্ন কার্যক্রম চালাচ্ছেন বলেও সংবাদে প্রচার করা হয়। বড় বৈঠকগুলো অবশ্য করতে হতো কোনো রেস্তোঁরা বা ব্যাংকোয়েট হল ভাড়া করে।

এ বিষয়ে আওয়ামী লীগের নেতারা বিবিসিকে জানান, দলীয় কার্যক্রম পরিচালনার জন্য একটা নির্দিষ্ট 'পার্টি অফিস'এর দরকার ছিল। এ জন্য কলকাতায় পার্টি অফিস করা হয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন