Logo
Logo
×

জাতীয়

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, আর্থিক সুবিধাও বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:১৬ পিএম

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, আর্থিক সুবিধাও বন্ধ

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক থাকা ৪০ জন পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে বর্তমান সরকার। রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

পদক প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক পদমর্যাদার সদস্য রয়েছেন। তারা সবাই বর্তমানে পলাতক এবং সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন।

প্রজ্ঞাপনে জানানো হয়, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ সালে যেসব পুলিশ পদক প্রদান করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদক সংক্রান্ত সব ধরনের আর্থিক সুবিধা বন্ধ করা হয়েছে এবং ইতোমধ্যে গ্রহণ করা অর্থ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন