সিঙ্গাপুরে যান্ত্রিক ত্রুটিতে বিমান বাংলাদেশের ফ্লাইটে ভোগান্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম
ছবি : সংগৃহীত
সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ১৭২ জন যাত্রীকে প্রায় দুই ঘণ্টা অপেক্ষায় থাকতে হয়।
শনিবার (৯ আগস্ট) সকালে বিজি-৫৮৫ নম্বর ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে পৌঁছায়। ফেরার পথে, ঢাকাগামী ওই ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। নিরাপত্তার স্বার্থে যাত্রীদের বিমানবন্দরের লাউঞ্জে সরিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে বিমান বাংলাদেশের প্রকৌশলীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিন মেরামত করেন। এরপর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
ঘটনার পর ফ্লাইট ক্যাপ্টেন যাত্রীদের উদ্দেশে দুঃখ প্রকাশ করেন এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।



