Logo
Logo
×

জাতীয়

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর ২৩১৮ কোটি টাকার সম্পদ দেউলিয়ার পথে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৩৪ পিএম

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রীর ২৩১৮ কোটি টাকার সম্পদ দেউলিয়ার পথে

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক নেতা সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণাধীন তিনটি কোম্পানি দেউলিয়ার পথে রয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিজনাউ জানিয়েছে, ২৯ জুলাই গ্রান্ট থর্নটন নামের একটি অ্যাকাউন্টিং প্রতিষ্ঠানকে এই তিন কোম্পানির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—জেডটিএস প্রপার্টিজ লিমিটেড, রুখমিলা প্রপার্টিজ লিমিটেড এবং নিউ ভেঞ্চারস (লন্ডন) লিমিটেড।

কোনো কোম্পানি যখন ঋণ পরিশোধে ব্যর্থ হয় বা কার্যক্রম চালাতে অক্ষম হয়ে পড়ে, তখন প্রশাসক নিয়োগের মাধ্যমে তা পুনরুদ্ধারের চেষ্টা করা হয়। এই তিন কোম্পানির সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১৪২ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩১৮ কোটি টাকা। এর মধ্যে জেডটিএস প্রপার্টিজের সম্পদই ৭৭ মিলিয়ন পাউন্ড। তিন কোম্পানির ব্যাংক ঋণের পরিমাণ প্রায় ৭৮ মিলিয়ন পাউন্ড।

বিজনাউ-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাইফুজ্জামানের বিরুদ্ধে যুক্তরাজ্যে ব্যাপক মানি লন্ডারিং এবং দুর্নীতির অভিযোগ রয়েছে। মন্ত্রী থাকাকালীন তার বেতন ছিল সীমিত, অথচ তিনি যুক্তরাজ্যে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পত্তি কিনেছেন বলে দাবি করা হয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তার ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে।

চলতি বছরের শুরুতে সাইফুজ্জামানের নিয়ন্ত্রণে থাকা আরও তিনটি কোম্পানিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল, যেগুলোর সম্মিলিত সম্পদ ছিল প্রায় ২৯ মিলিয়ন পাউন্ড। সেসব কোম্পানির সম্পদ বিক্রির প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, নতুন এই তিনটি কোম্পানির ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন