ভোটের দিন ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে: নির্বাচন কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:১৪ পিএম
ছবি : সংগৃহীত
ভোটের দিন ড্রোন ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “ভোটের দিন নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ড্রোন ব্যবহার করা যাবে না। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।”
এছাড়া তিনি জানান, আগামী সেপ্টেম্বর থেকে প্রবাসী ভোটারদের জন্য ভোটার এডুকেশন কার্যক্রম শুরু হবে। প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন, তবে এজন্য অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
সানাউল্লাহ আরও বলেন, “তফসিল ঘোষণার ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারাই ভোট দেওয়ার সুযোগ পাবেন।”
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় কমিশন সভা। সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার—আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগে আচরণ বিধিমালার খসড়া অনুমোদন করে ইসি। ইসির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে লিখিত মতামত জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১০ জুলাই অনুষ্ঠিত অষ্টম কমিশন সভায় আরপিও সংশোধনী চূড়ান্ত করার কথা থাকলেও সময়ের অভাবে বিষয়টি আলোচনায় আসেনি।



