Logo
Logo
×

জাতীয়

অর্ন ক্যামেরা দেওয়া হবে ৪৭ হাজার কেন্দ্রে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম

অর্ন ক্যামেরা দেওয়া হবে ৪৭ হাজার কেন্দ্রে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি-সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত পোলিং ও প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন।

তিনি বলেন, ভোটের দিন দেশের ৪৭ হাজার কেন্দ্রে একটি করে বডি অর্ন ক্যামেরা দেওয়া হবে । বুধবার ( ৬ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়নবিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ভোটকেন্দ্রে কাদের কাছে বডি ওর্ন ক্যামেরা থাকবেএ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের ৪৭ হাজার ভোটকেন্দ্রের প্রতিটিতে একটি করে বডি ওর্ন ক্যামেরা দেয়ার চেষ্টা করা হবে। পুলিশের মধ্যে যিনি জ্যেষ্ঠ পদধারী, তার কাছে এ ক্যামেরা থাকবে।’

উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে দেশের নির্বাচন পরিচালনার জন্য কত ফোর্স প্রয়োজন হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা ৮ লাখের মতো থাকবে। এর মধ্যে পুলিশ, আনসার থেকে শুরু বিজিবি, সেনাবাহিনী থাকবে। সব বাহিনীকেই প্রশিক্ষণ দেয়া হবে। প্রিসাইডিং কর্মকর্তারা যেন কারও বাসায় না থেকে কেন্দ্রে থাকতে পারেন, সে ব্যবস্থা নেয়া হবে। তাদের সঙ্গে আনসার, পুলিশ সবাই থাকবে।

তিনি বলেন, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সব বাহিনীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া পোলিং ও প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও ভালভাবে হতে পারে, সে অনুশীলন করা হবে।

ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৭৬ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়। এ বিষয়ে জানতে চাওয়া হলে উপদেষ্টা বলেন, এটা রুটিন বিষয়। এটা সব সময় চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন