Logo
Logo
×

জাতীয়

মিথ্যা মামলা প্রত্যাহারে মিলবে আইনি সহায়তা, ফোন করতে হবে ১৬৪৩০ নম্বরে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১১:১৫ পিএম

মিথ্যা মামলা প্রত্যাহারে মিলবে আইনি সহায়তা, ফোন করতে হবে ১৬৪৩০ নম্বরে

মিথ্যা মামলা প্রত্যাহারে মিলবে আইনি সহায়তা, ফোন করতে হবে ১৬৪৩০ নম্বরে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিগত সরকারের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে আইনি সহায়তার দিতে হেল্পলাইন চালু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৫ আগস্ট) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬৪৩০ নম্বরে ফোন করে সহায়তা চাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কোনো ব্যক্তি গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলার শিকার হয়ে থাকেন, তবে তাকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার লিগ্যাল এইড হেল্পলাইন কলসেন্টারের ১৬৪৩০ নম্বরের (টোল ফ্রি) মাধ্যমে ভিকটিম সাপোর্ট বা আইনি সহায়তা দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। তাই আইনি সহায়তা পেতে অফিস সময়ের মধ্যে লিগ্যাল এইড হেল্পলাইনে যোগাযোগ করুন।

এর আগে বুধবার (১৪ আগস্ট) সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, ঢাকা শহরে যে মিথ্যা, হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলো বৃহস্পতিবারের মধ্যেই প্রত্যাহার হবে। আর আগামী ৩১ আগস্টের মধ্যে সারা দেশে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন