Logo
Logo
×

জাতীয়

গণঅভ্যুত্থান দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৫:৩৩ পিএম

গণঅভ্যুত্থান দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বললো ডিএমপি

ছবি : সংগৃহীত

আগামী মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ ড্রোন শো অনুষ্ঠিত হবে। এই আয়োজনে বিপুল জনসমাগমের আশঙ্কায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। এতে থাকবে সংগীত পরিবেশনা, ‘ফ্যাসিস্টের পলায়ন’ উদযাপন, ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ, ড্রোন শো এবং জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের পরিবেশনা।

অনুষ্ঠান চলাকালীন মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অংশে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং নির্ধারিত ডাইভারশন অনুসরণ করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

বিকল্প চলাচলের জন্য আড়ং ক্রসিং, খেজুর বাগান ক্রসিং, ফার্মগেট, গণভবন ক্রসিং এবং সৈয়দ মাহবুব মোর্শেদ সড়কে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অনুষ্ঠানস্থলে আগত দর্শনার্থীদের যানবাহন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিং করার অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, যানজট এড়াতে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলাচল করতে হবে এবং নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন