Logo
Logo
×

জাতীয়

প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন লামিয়া মোরশেদ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ১০:৩০ পিএম

প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন লামিয়া মোরশেদ

লামিয়া মোরশেদ। ছবি : সংগৃহীত

ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, লামিয়া মোরশেদকে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাসহ এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ করা হয়েছে। তার মেয়াদ হবে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে)। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে।

একই প্রজ্ঞাপনে জানানো হয়, চুক্তিভিত্তিতে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়কের পদে থাকা সাবেক জ্যেষ্ঠ সচিব আখতার হোসেনের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ চুক্তির ভিত্তিতে থাকা ১০ জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গত রবিবার আটটি সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্তও আছে। এ জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি হচ্ছে। এর মধ্যে যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক আছে, সেগুলো অনতিবিলম্বে বাতিল করা হবে। আর পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন