ছবি : সংগৃহীত
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জুলাই ওয়ারিয়র্স’ আয়োজিত এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শেখ হাসিনার বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে পারে না। শনিবার (২ আগস্ট) রাতে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “এই মাটিতে শেখ হাসিনার বিচার হতেই হবে। অন্য কোনো সরকার এসে বিচার করবে—এমনটি এই অন্তর্বর্তী সরকার মেনে নিতে পারে না।”
তিনি আরও বলেন, বর্তমান সংবিধান ও রাষ্ট্র কাঠামো রেখে শুধু সরকার পরিবর্তন করে কোনো বাস্তব পরিবর্তন আসবে না। ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হলে কাঠামোগত সংস্কার জরুরি।
আলোচনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, কিছু রাজনৈতিক নেতা ক্ষমতাসীনদের দোসরদের কাছ থেকে অর্থ নিয়ে আন্দোলনের মর্যাদা নষ্ট করছেন। তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলন যেন দুর্নীতিপরায়ণদের হাতে লুটপাট না হয়।”
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসায় সরকারের গাফিলতি রয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, “আর কোনো নামেই বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরতে দেয়া হবে না।”
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠায় একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সতর্ক করে বলেন, পরাজিত শক্তি বিদেশে বসে দেশীয় দোসরদের সঙ্গে নিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।
অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধা শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয় এবং ৫০ জন আহতকে অটোরিকশা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।



