Logo
Logo
×

জাতীয়

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে : সালেহউদ্দিন আহমেদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০৮:৪২ পিএম

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে : সালেহউদ্দিন আহমেদ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে : সালেহউদ্দিন আহমেদ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দ্রুত সময়ের মধ্যেই কমে যাবে বলে দেশবাসীকে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার(১৪ আগস্ট) সচিবালয়ে মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই, শিগগিরই বলতে কালকে বাজারে যাবেন, দাম কমবে, সেটা বলব না। শিগগিরই কমবে।’

তিনি আরও বলেন, ‘মূল্যস্ফীতি কমাতে যুগ যুগ সময় লাগবে না; বরং যৌক্তিক সময়ের মধ্যে তা কমে আসবে। আমাদের সরবরাহ ব্যবস্থা ঠিক করা হবে, মুদ্রানীতি ও রাজস্বনীতির সমন্বয় করা হবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য মুদ্রানীতি ও রাজস্ব একসঙ্গে কাজ করবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব। আমরা দেখব পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আমরা যতটুকু খেতে পারব ততটুকুই নেব প্লেটে এবং ডাইজেস্ট করব।’

এই উপদেষ্টা বলেন, ‘কর্মকর্তাদের বলা হয়েছে, কোনো সীমাবদ্ধতা থাকলে বলবেন, আমরা সমাধান করব। আগের মতো কোনো রকম ভয়-ভীতি যেন না থাকে। নিঃসন্দেহে কর্মকর্তারা যোগ্য, কোনো সীমাবদ্ধতার কারণে। বাংলাদেশে কিন্তু ৯৫ শতাংশ মানুষ সৎ, পরিশ্রমী, উদ্যোমী। এই জন্যই এতদূর আমরা এগিয়ে এসেছি। নতুবা পারতাম না।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন