Logo
Logo
×

জাতীয়

ট্রাম্পের অভিবাসন নীতি : যুক্তরাষ্ট্র থেকে ফিরল আরও ৩৯ বাংলাদেশি

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:৩০ পিএম

ট্রাম্পের অভিবাসন নীতি : যুক্তরাষ্ট্র থেকে ফিরল আরও ৩৯ বাংলাদেশি

ছবি - যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি

যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তারা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

এই দফায় ফেরত আসার সংখ্যা প্রথমে ৬০ জনের কথা বলা হলেও পরে ৩৯ জন ফেরত আসছেন বলে পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র শুক্রবার জানায়। ওই সূত্রটি বলছে, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে তাদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি।    

শুক্রবার রাতে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে যেসব বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে সেই দেশের কর্তৃপক্ষ। তাদের কাউকে হাতকড়া পরানো হয়নি। ফেরত পাঠানোর আগের বিভিন্ন স্তরের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের বিষয়ে জোর দেওয়া হয়। সে অনুরোধে সাড়াও দিয়েছে যুক্তরাষ্ট্র। এ দফায়ও যারা আসছেন, তাদের সঙ্গে মানবিক আচরণ করা হবে।  

যুক্তরাষ্ট্রের তিনটি সরকারি দপ্তর অবৈধ অভিবাসীদের বিষয়টি তদারক করে থাকে। দপ্তরগুলো হলো– অফিস অব হোমল্যান্ড সিকিউরিটি, ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। 

২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ভারত, ব্রাজিলসহ অনেক দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানোয় প্রশ্ন তোলেন মানবাধিকার কর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন