সাবেক আইজিপি বেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে অনিয়মের মাধ্যমে ডক্টরেট ডিগ্রি নেওয়ার অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের ডিগ্রি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তির যোগ্যতা না থাকা সত্ত্বেও ডিবিএ (ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) প্রোগ্রামে ভর্তি হয়ে ডিগ্রি অর্জন করেন তিনি—এমন তথ্য প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সভায় ডিগ্রি স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তথ্যানুসন্ধান কমিটির রিপোর্ট উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, বেনজীর তার ভর্তি ফর্মে ভুল তথ্য দিয়েছেন এবং শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজনীয় ৫০ শতাংশ নম্বর অর্জন করতে পারেননি। ভর্তি ফর্মে ভিন্ন কালি ব্যবহার করে তথ্য গোপনেরও অভিযোগ উঠেছে।
এই অনিয়মের দায় নিরূপণে পাঁচ সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগ পর্যন্ত বেনজীর আহমেদের ডিবিএ ডিগ্রি স্থগিত থাকবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে ব্যবসায় শিক্ষা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সুপারিশের ভিত্তিতে বেনজীরকে ‘ডক্টরেট’ প্রোগ্রামে ভর্তি ও তত্ত্বাবধান করেন, যদিও তার শিক্ষাগত যোগ্যতা ভর্তি শর্ত পূরণে যথেষ্ট ছিল না।



