আগস্টে জ্বালানি তেলের দাম নির্ধারণ, প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯:২৪ পিএম
ছবি : সংগৃহীত
আগামী আগস্ট মাসের জন্য দেশে বিদ্যমান জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ফর্মুলার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাসে জ্বালানি তেলের নিম্নলিখিত দর নির্ধারণ করা হয়েছে:
ডিজেল: প্রতি লিটার ১০২ টাকা
কেরোসিন: প্রতি লিটার ১১৪ টাকা
অকটেন: প্রতি লিটার ১২২ টাকা
পেট্রোল: প্রতি লিটার ১১৮ টাকা
সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো সাধারণ ভোক্তাদের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী দামে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা।
এদিকে, সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনতে যাচ্ছে, যা সরবরাহ করবে ছয়টি দেশ—এই খবরও রয়েছে আলোচনায়।



